Associate Partner
Granthm
Samsung

PM Modi-Putin: ভারতের সঙ্গে নতুন সম্পর্কে রাশিয়া? মোদীর পথ চেয়ে আকুল পুতিন

India-Russia ties: মোদীর রাশিয়া সফর ভারত-রাশিয়া সম্পর্কের গুরুত্বকে নতুন করে তুলে ধরেছে। এই সম্পর্ক শক্তি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। চিন যাতে এই সম্পর্কের ক্ষেত্রে কোনও ফ্যাক্টর হয়ে উঠতে না পারে, তা-ও নিশ্চিত করতে চাইছে নয়াদিল্লি।

Putin, Modi, পুতিন, মোদী,
Putin-Modi: ২০২১ সালে পুতিনের সঙ্গে মোদী। (ফাইল ছবি)

India-Russia bilateral visit: তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দ্বিপাক্ষিক সফরে রাশিয়ায়। যার দিকে রীতিমতো বড় প্রত্যাশা নিয়ে চেয়েছিল মস্কো। মোদীর এই সফর, রাশিয়ার কাছে যেমন বিশেষ অর্থবহ, তেমনই ভারতের কাছেও। কারণ, নয়াদিল্লি তার পুরোনো বন্ধু রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে নতুন করে ঝালিয়ে নিতে চায়। সঙ্গে প্রতিরক্ষা এবং শক্তির ক্ষেত্রেও মস্কোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পক্ষপাতী নয়াদিল্লি। একইসঙ্গে ভারত চায়, চিন যাতে মস্কো-নয়াদিল্লির বন্ধুত্বে কোনও বাধা হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত হোক।

দু’দিনের সফর
সোমবার (৮ জুলাই) ও মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী মোদী রাশিয়ায় থাকবেন। মোদী ২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তিনি মোট ১৬ বার দেখা করেছেন। কিন্তু, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করার পর থেকে, পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। যাতে ভারত-রাশিয়া সম্পর্ক আগের মত বজিয়ে রাখা ভারতের পক্ষে কঠিন হয়ে পড়েছে। মোদী শেষবার ২০১৯ সালের সেপ্টেম্বরে ইস্টার্ন ইকোনমিক ফোরামে বৈঠকের জন্য রাশিয়ার ভ্লাদিভোস্টকেতে গিয়েছিলেন। আর, পুতিন বার্ষিক দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনের জন্য শেষবার ২০২১ সালের ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন।

রাশিয়াকে অগ্রাধিকার
তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী অগ্রাধিকারের ভিত্তিতে দ্বিপাক্ষিক সফরের জন্য রাশিয়াকেই বেছে নিয়েছেন। এর আগে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে ২০১৪ সালের জুনে তিনি ভুটান সফরে গিয়েছিলেন। দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে ২০১৯ সালের জুনে মালদ্বীপ এবং শ্রীলঙ্কায় গিয়েছিলেন। তৃতীয় প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি বিদেশ সফরে গিয়েছেন। গত মাসেই ইতালি সফর করেছেন। কিন্তু, সেটা দ্বিপাক্ষিক সফর ছিল না। জি৭ নেতাদের বহুপাক্ষিক বৈঠকের জন্য গত মাসে মোদী রাশিয়ার গিয়েছিলেন।

আরও পড়ুন- ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী, কে এই কেয়ার স্টারমার? পরিচয়টা জানলে চমকে উঠবেন

এবারের সফর কেন গুরুত্বপূর্ণ
রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সাত দশকের পুরনো। প্রবীণ ভারতীয় নীতিনির্ধারকরা ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়ার সঙ্গে ভারতের উদার, স্নেহ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বারবার স্মরণ করিয়ে দেন। আর, এই কারণেই মোদীর এই রাশিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও গোটা বিশ্বে ক্রেমলিনের আর সোভিয়েত জমানার মত প্রতাপ নেই। তবুও, এবারে আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ সময়ে রাশিয়া সফরকে বেছে নিলেন মোদী। সেই সময় হল, রাশিয়া বিরোধী সামরিক জোটের (উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) ৭৫ বছর উদযাপন। সেই উদযাপন হবে ৯-১১ জুলাই ওয়াশিংটন ডিসিতে। যাতে ৩২টি দেশের নেতারা অংশ নেবেন। সেই উদযাপনের সময় পুতিনের সঙ্গে আলোচনায় ব্যস্ত থাকবেন মোদী।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: Pm narendra modis visit to russia

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com