Associate Partner
Granthm
Samsung

Jay Shah in ICC: BCCI ছেড়ে দিতে পারেন সচিব জয় শাহ! বড় আপডেটে ঝড় উঠে গেল আচমকাই

BCCI secretary Jay Shah: জয় শাহ আইসিসির সভাপতির পদ নিতে ইচ্ছুক কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে গত চার বছর ধরে এই পদে রয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব সেই সময় বার্কলেকে এই পদের জন্য সমর্থন জানিয়েছিলেন।

BCCI secretary Jay Shah
BCCI secretary Jay Shah: ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে বিশ্বকাপ ট্রফি হাতে জয় শাহ (বিসিসিআই)

Jay Shah, BCCI, ICC chairman election: এই মাসের শেষের দিকে কলম্বোতে তার বার্ষিক সম্মেলন আয়োজন করতে চলেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যদিও আইসিসি সভাপতি পদের নির্বাচন এজেন্ডায় থাকছে না। তবে ঘটনা হল, আগামী নভেম্বরে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহকে সম্ভাব্য প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে এখন থেকেই। নির্বাচিত হলে তিনিই হবেন আইসিসির সর্বকনিষ্ঠ সভাপতি। জয় শাহ নিজে আইসিসির সভাপতি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান নাকি তা নির্ধারণ করতে অন্তত তিন মাস সময় লাগবে। বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২২ জুলাই ।

ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, জয় শাহ আইসিসির সভাপতির পদ নিতে ইচ্ছুক কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলে গত চার বছর ধরে এই পদে রয়েছেন। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব সেই সময় বার্কলেকে এই পদের জন্য সমর্থন জানিয়েছিলেন। বার্কলে আরও চার বছর এই পদে মেয়াদের জন্য যোগ্য। তবে জয় শাহ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে বার্কলে সরে দাঁড়াতে পারেন। এবং জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন নিশ্চিতভাবেই।

আইসিসি চেয়ারম্যান পদের মেয়াদ সংশোধন করতে চলেছে

আইসিসি চেয়ারম্যানের মেয়াদ সংশোধন করতে চলেছে। এমন খবর ইতিমধ্যেই প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে দু বছর করে তিনটে টার্ম থাকতে পারেন ��ইসিসি চেয়ারম্যান। এই মেয়াদ সংশোধন করে দুটো টার্মে তিন বছর করে পাল্টানো হতে পারে। শাহ নির্বাচিত হলে তিনি তিন বছরের জন্য আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। এর পরে, বিসিসিআই সংবিধান অনুযায়ী তিনি ২০২৮-এ বিসিসিআই-এর সভাপতি হওয়ার জন্য বিবেচিত হবেন।

১৯ জুলাই আইসিসি সহযোগী-সদস্য দেশের ডিরেক্টরদের নির্বাচন

এদিকে আগামী ১৯ জুলাই বার্ষিক সম্মেলনে সহযোগী-সদস্য দেশের ডিরেক্টরদের নির্বাচন অনুষ্ঠিত হবে।আইসিসির পরিচালনা পর্ষদে তিনটি পদের জন্য ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের প্রত্যেকের মেয়াদ দুই বছর। বর্তমান পরিচালকরা হলেন ওমানের পঙ্কজ খিমজি, সিঙ্গাপুরের ইমরান খোয়াজা এবং বারমুডার নিল স্পেইট।

অন্য আট প্রতিযোগী

এই তিনজন ছাড়াও আরও আটজন প্রতিযোগী রয়েছেন। স্যাম আর্থার (কোস্টা রিকা), ড. রুডি ভ্যান ভুরেন (নামিবিয়া), শঙ্কর রেঙ্গানাথন (সিয়েরা লিওন), মুবাশির উসমানি (ইউএই), গুরুমূর্তি পালানি (ফ্রান্স), মাহিন্দা ভালিপুরম (মালয়েশিয়া), স্টিফেন মুসেল (রুয়ান্ডা) এবং মাহমুদ গজনভি (রুয়ান্ডা)। এর মধ্যে প্রধান নির্বাহী কমিটির (সিইসি) সদস্য উসমানি শক্তিশালী প্রার্থী। সংযুক্ত আরব আমিরশাহি ক্রিকেট বোর্ড আয়োজিত ILT20 এসোসিয়েট দেশের ক্রিকেটারদের মঞ্চ প্রদান করছে গত কয়েক বছর ধরেই।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Bcci secretary jay shah likely to contest for icc chairman election to be held in november

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com