বড় খবর

Anshuman Gaekwad-BCCI: অর্থের অভাবে মৃত্যুর মুখে টিম ইন্ডিয়া কোচ! জয় শাহদের কাছে প্রাণ বাঁচানোর বেনজির আর্জি

BCCI reward for Team India: হৃদয় কি গলবে জয় শাহদের, বুক মুচড়ানো খবর ভেসে এল

Jay Shah, Rohit Sharma, জয় শাহ, রোহিত শর্মা,
Jay Shah-Rohit Sharma: ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। (ছবি সৌজন্যে: টুইটার)

Anshuman Gaekwad suffering from blood cancer: প্রাক্তন ভারতীয় কোচ অংশুমান গায়কোয়াড়ের জীবন ‘বাঁচানোর’ আহ্বান জানাল ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই (BCCI)। ব্যাটিং কিংবদন্তি সন্দীপ পাতিল বোর্ডকে অনুরোধ করেছিলেন যাতে অংশুমান গায়কোয়াড়কে আর্থিক সাহায্য করা যায়। ১৯৯৭ থেকে ১৯৯৯ সালের মধ্যে শচীন তেন্ডুলকারের অধিনায়কত্বের সময় ভারতের প্রধান কোচ ছিলেন আংশুমান গায়কোয়াড়।

গা���কোয়াড় গত একবছর ধরে ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। সন্দীপ পাটিল বলেছেন যে অংশুমান গায়কোয়াড় লন্ডনের কিংস কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। হাসপাতালে গিয়ে ৭১ বছর বয়সি গায়কোয়াড়কে তিনি দেখে এসেছেন বলেও জানিয়েছেন পাটিল। তিনি জানান, গায়কোয়াড় তাঁকে চিকিত্সার জন্য অর্থের ব্যবস্থা করার অনুরোধ করেছেন।

২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পরে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের জন্য ১২৫ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তাকে স্বাগত জানিয়েই পাটিল একইভাবে প্রাক্তন কোচ অংশুমান গায়কোয়াড়কেও সাহায্য করার অনুরোধ করেছিলেন। তাঁর সেই আহ্বানেই সাড়া দিয়েছে বিসিসিআই।

এই ব্যাপারে সংবাদমাধ্যমকে সন্দীপ পাটিল বলেছেন, ‘অংশু আমাকে বলেছিল যে ওঁর চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন। তারপরই দিলীপ বেঙ্গসরকার এবং আমি বিসিসিআই কোষাধ্যক্ষ আশিস শেলারের সঙ্গে কথা বলি। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে অংশুকে দেখে আসার পর আমরা আশিস শেলারকে ফোন করেছিলাম। শেলার তখনই বলেছিলেন যে তিনি অনুরোধটি বিবেচনা করবেন। এই অর্থটা পেলে অংশুর জীবন রক্ষা পাবে। সব দেশের বোর্ডেরই ক্রিকেটারদের সাহায্য করা উচিত। আর, এক্ষেত্রে অংশুর ব্যাপারটা অগ্রাধিকার দেওয়া উচিত।’

১৯৭৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে ১২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন অংশুমান গায়কোয়াড়। ভারতের হয়ে ৪০টি টেস্ট এবং ১৫টি ওয়ানডে খেলেছেন। গায়কোয়াড় দুটি মেয়াদে ভারতের প্রধান কোচ ছিলেন। প্রথমবার ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত। তারপরে ২০০০ সালে। তাঁর প্রথম মেয়াদে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন শচীন তেন্ডুলকার। আর, দ্বিতীয় মেয়াদটি ছিল ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারির পর। গায়কোয়াড়ের প্রথম মেয়াদে অনিল কুম্বলে পাকিস্তানের বিপক্ষে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে সিরিজে সমতা আনেন। ভারতও একটি হোম সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারায়। নিউজিল্যান্ডে তাঁর মেয়াদে একটি ওডিআই সিরিজ ড্র করেছিল ভারত। তাঁর সংক্ষিপ্ত দ্বিতীয় মেয়াদে, গায়কোয়াড়ের কোচিংয়ে থাকা ভারত আইসিসি নকআউটের ফাইনাল খেলেছিল।

আরও পড়ুন- নেপালের একাদশেও জায়গা হবে না বাবরের! পাক ক্যাপ্টেন ধুয়েমুছে আক্রমণ এবার শোয়েব মালিকের

সন্দীপ পাটিল এই প্রসঙ্গে বলেন, ‘ও অনেক আগে ক্রিকেট খেলত। কিন্তু, ওঁর কোচিংয়ে থাকা ভারতীয় দলের খেলোয়াড়দের দ্বারা বর্তমান ক্রিকেটাররা অনুপ্রাণিত। আমি কোনও পরিসংখ্যানের কথা বলছি না। কিন্তু, আমার মনে হয় অংশুর কোচিংয়ে থাকা শচীন তেন্ডুলকার অন্যতম আইকন। আমি একথাও বলছি না যে অংশুই শচীনকে তৈরি করেছে। কিন্তু, তারপরও ও শচীনের কোচ ছিল।’

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Bcci urged to save life of anshuman gaekwad after jay shah announced huge reward for world cup winning team india