Associate Partner
Granthm
Samsung

Journalist slammed: নিয়ম ভেঙে সাংবাদিকের হাতে বিশ্বকাপ ট্রফি! বিশ্ব জয়ের পরেই বিতর্কে দগ্ধ টিম ইন্ডিয়া

Journalist with world cup trophy: বিশ্বকাপ জয়ের পরেই বড়সড় বিতর্কে টিম ইন্ডিয়ার কীর্তি

Sports journalists, Controversy, ক্রীড়া সাংবাদিক, বিতর্ক,
Sports journalists-Controversy: টি২০ বিশ্বকাপ ট্রফি হাতে ওই সাংবাদিক। (ছবি- টুইটার)

Journalist clicking picture with world Cup: টি২০ বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার জন্য ভারতীয় ক্রীড়া সাংবাদিকের ‘তীব্র নিন্দা’ করেছেন নেটিজেনরা। ভারতীয় বিশ্বকাপ জয়ী দল বৃহস্পতিবার সকালে বার্বাডোস থেকে নয়াদিল্লিতে পৌঁছয়। এরপর ক্রিকেটারদের বীরের সম্মান দেওয়া হয়। গত ২৯ জুন টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ঐতিহাসিক জয়, মেন-ইন ব্লুর ১১ বছরের আইসিসি ট্রফি-খরা কাটিয়েছে। এর আগে এমএস ধোনির নেতৃত্বে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া।

যাইহোক, এবারের টি২০ বিশ্বকাপ ট্রফি জয়ের সঙ্গে ইতিমধ্যে জড়িয়ে গিয়েছে ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তার নাম। তাঁকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। টি২০ বিশ্বকাপ ট্রফিহাতে ওই সাংবাদিকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারপরই উঠেছে সমালোচনার ঝড়। সাংবাদিকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে অনেক নেটিজেনই পুরোনো ভিডিও এবং পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় নতুন করে ছেড়েছেন।

ওই সব পোস্টে বিক্রান্ত গুপ্তা বলেছিলেন যে, বিশ্বকাপ ট্রফিটি কেবল বিশ্ব চ্যাম্পিয়নদের হাতেই মানায়। অন্যের ক্ষেত্রে জ্ঞান দিতে ভালোই লাগে। কিন্তু, নিজের বেলায় সেই ট্রফি হাতে নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন। এমন আচরণ কোনও ভণ্ডই করতে পারে বলে সমালোচনা করেছেন বিভিন্ন নেটিজেন।

অনেক নেটিজেন আবার টি২০ বিশ্বকাপের আগে ভারতীয় খেলোয়াড়দের প্রতি বিক্রান্ত গুপ্তার কঠোর সমালোচনামূলক মনোভাবের তীব্র নিন্দা করেছেন। সমালোচনাকারী নেটিজেনরা বলেছেন যে, গুপ্তার ওই ট্রফিটি ছোঁয়ার অধিকার নেই। ভারতীয় দল ট্রফিটি জয়ের পর দেশে ফিরে দিল্লির এক সেরা হোটেলে উঠেছিল। সেখানে বিশ্বজয়ী ভারতীয় দলের খেলোয়াড়দের বিশেষ খাবারের পদের মাধ্যমে সম্মানিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বজয়ী ভারতীয় দলকে সংবর্ধনা দিয়েছেন।

আরও পড়ুন- কেকেআর ত্যাগ মেন্টর গম্ভীরের, ইডেনের কীর্তিতে বোর্ডের প্ল্যানিং আরও স্পষ্ট

তাঁদের থেকে ‘চায়ে পে চর্চা’র কায়দায় বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা শুনেছেন। দ্য মেন ইন ব্লু, মুম্বইয়ে এক জমকালো শোভাযাত্রায় বিশেষ সম্মান পেয়েছে। নরিমান পয়েন্ট থেকে শুরু হয়ে ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত হুডখোলা বাসে ভারতীয় দলের সদস্যরা বিজয় কুচকাওয়াজ করেছেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামেও বিশ্বজয়ী ভারতীয় খেলোয়াড়দের সম্মানিত করা হয়েছে। আর, সেখানে ওই সাংবাদিক বিশ্বকাপ জয়ের সাফল্যে কোনও অবদান না রেখেই ট্রফি হাতে সকলের নজর কাড়ার চেষ্টা করেছেন। যা, একদমই মেনে নিতে পারেননি নেটিজেনরা।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Controversy as sports journalists slammed for clicking picture with t20 world cup trophy

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com