Associate Partner
Granthm
Samsung

Sourav Ganguly Birthday: শুধু মেয়ের জন্য, জন্মদিনটা সস্ত্রীক লন্ডনেই কাটালেন বাংলার ‘মহারাজ’

Ganguly celebrates birthday: সোশ্যাল মিডিয়ায় তাঁর লন্ডনে জন্মদিন কাটানোর ছবিও শেয়ার করেছেন তিনি। সঙ্গে দেখা গিয়েছে নৃত্যশিল্পী স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও।

Sourav Ganguly, Dona Ganguly, সৌরভ গঙ্গোপাধ্যায়, ডোনা গঙ্গোপাধ্যায়,
Sourav Ganguly-Dona Ganguly: জন্মদিনটা লন্ডনেই কাটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। (ছবি- সৌরভ গঙ্গোপাধ্যায়/ফেসবুক)

Sourav Ganguly celebrates birthday in London: মেয়ে সানা দুর্দান্ত রেজাল্ট করে পাশ করার পর এখন ইংল্যান্ডেই চাকরি করে। এবারের জন্মদিনটা তাই সস্ত্রীক লন্ডনেই কাটালেন বাংলার ক্রিকেটের ‘মহারাজ’, ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর লন্ডনে জন্মদিন কাটানোর ছবিও শেয়ার করেছেন তিনি। সঙ্গে দেখা গিয়েছে নৃত্যশিল্পী স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও।

৮ জুলাই সৌরভের জন্মদিন। তবে, এবারই প্রথম নয়। অতীতেও জন্মদিনটা তিনি লন্ডনে কাটিয়েছেন। ভারতীয় ক্রিকেটকে আক্রমণাত্মক ঢঙে সাজানোর আগে তিনি ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতেন। কলকাতার সেন্ট জেভিয়ার্সের ছাত্র সৌরভের সঙ্গে তাই ইংল্যান্ডের পরিচয় বহু পুরোনো। সেই সম্পর্কটা আরও গভীর হয়েছে একমাত্র মেয়ে লন্ডনে পাকাপাকিভাবে চাকরিতে যুক্ত থাকায়।

বাইশ গজের দুনিয়ায় চুটিয়ে রাজত্ব করা সৌরভ বর্তমানে টেলি শো ‘দাদাগিরি’তেও নাম কামিয়েছেন। ক্যামেরায় সাবলীল, নিজস্ব ছন্দে চালানো তাঁর এই অনুষ্ঠানের দর্শকসংখ্যাও প্রচুর। যার জেরে তাঁর প্রতি এপিসোডপিছু পারিশ্রমিক ৫০ লক্ষ টাকা। সপ্তাহে দু’দিন এই শো হয়। ফলে, শুধু এই শো করেই সৌরভ মাসে রোজগার করেন চার কোটি টাকা।

আইপিএলে তিনি আবার দিল্লি ক্যাপিটালস (পুরোনো দিল্লি ডেয়ারডেভিলস) দলের মেন্টর। এছাড়াও ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে মতামত দিয়েও রোজগার করেন। ২০১৯ সালের ২৩ অক্টোবর থেকে ২০২২ সালের ১৮ অক্টোবর পর্যন্ত ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর ৩৫তম সভাপতিও ছিলেন।

আরও পড়ুন- ছেড়ে কি এবার ICC-র টপ বস জয় শাহ! বড় আপডেটে ঝড় উঠে গেল আচমকাই

এই সময় তাঁর বাড়িতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ছেলে জয় শাহ বিসিসিআই সচিব। সৌরভের বাড়িতে এসে অমিত শাহ রীতিমতো পাত পেড়ে খেয়ে গিয়েছেন। তার আগের বছরই বাংলার বিধানসভা নির্বাচনে প্রথমবারের মত বিপুলসংখ্যক আসন পেয়ে বিজেপি প্রধান বিরোধী দলের মর্যাদা লাভ করেছিল। তারপরে বাংলার ক্রিকেটের মহারাজের বাড়িতে শাহর আসা এবং সৌরভের সঙ্গে একটেবিলে ভোজন করা, সেই সময় সংবাদ শিরোনাম হয়ে ওঠে।

Sourav Ganguly, Amit Shah, সৌরভ গঙ্গোপাধ্যায়, অমিত শাহ,
Sourav Ganguly-Amit Shah: সৌরভের বাড়িতে পাত পেড়ে খেয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। (ছবি- এক্সপ্রেস/এএনআই)

পশ্চিমবঙ্গ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে ভারতীয় দলের অধিনায়ক হওয়া সৌরভ খেলোয়াড় জীবনে বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন। একদিনের ম্যাচে তাঁর রানের পরিমাণ ১১,৩৬৩। শচীন তেণ্ডুলকার এবং ইনজামাম উল হকের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে তিনি ১০ হাজার রানের গন্ডি পার করেছিলেন। ২০০২ সালে, উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাক তাঁকে সর্বকালের ষষ্ঠ সেরা একদিনের ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের স্থান দিয়েছিল। ২০০৪ সালে সৌরভ পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Sourav ganguly celebrates birthday in london

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com