Associate Partner
Granthm
Samsung

Mamata Banerjee: ‘তিস্তার জল দেওয়া হলে উত্তরবঙ্গবাসী পানীয় জল পাবেন না,’ কেন্দ্রের বিরুদ্ধে নবান্নে সোচ্চার মমতা

Mamata in Nabanna: এর আগে প্রতিবাদ জানিয়ে কেন্দ্রকে চিঠিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata, Nabanna, মমতা, নবান্ন,
Mamata-Nabanna: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Chief Minister Mamata Banerjee speaks in Nabanna: কেন্দ্রের জলবণ্টন নীতির বিরুদ্ধে নবান্ন থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি এনিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন। রাজ্যকে এড়িয়ে বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এই জলবণ্টনের চেষ্টার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এর আগেও প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদের ভাষা হিসেবে তিনি কেন্দ্রকে চিঠিও দিয়েছেন। এবার সরাসরি নবান্ন থেকে কেন্দ্রের জলবণ্টন নীতির বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী।

ফরাক্কা ও তিস্তা নিয়ে মুখ্যমন্ত্রীর তোপ
যদিও কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, যা করা হয়েছে বা হচ্ছে, সবটাই রাজ্যকে জানিয়েই করা হচ্ছে। তবে, কেন্দ্রের সেই যুক্তির তোয়াক্কা না করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, ‘ফরাক্কা চুক্তি নবীকরণ হলে শুধু বাংলাই নয়, বিহারও (পড়ুন এনডিএ শাসিত) কিন্তু ভাসবে। এই ফরাক্কা বাংলায়। অথচ, চুক্তির নবীকরণ করার সময় আমাদের জানানোই হল না। আবার, এখন কি না বলছে যে তিস্তার জলও দেবে (বাংলাদশকে)। কিন্তু, জল দেবে কী? তিস্তায় কী জল রয়েছে যে দেবে? যেটুকু আছে, সেই জল দেওয়া হলে, উত্তরবঙ্গে কেউ পানীয় জলই পাবেন না।’

বন্যা ও ধস নিয়ে আশঙ্কা প্রকাশ
বছরের বিস্তীর্ণ সময় তিস্তায় তেমন জল না থাকলেও বর্ষায় ভিনদেশ এবং ভিনরাজ্যের বাঁধ থেকে বিপুল জল ছেড়ে দেওয়ায় নদী অববাহিকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়। যার জেরে উত্তরবঙ্গ প্রতিবছর বন্যায় ভাসে। এবারও সেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি, রাজ্যের পাহাড়ি অঞ্চলে ধস নেমেছে। পার্শ্ববর্তী সিকিমেও ধস নামায় বহু পর্যটক আটকে পড়েছেন। এসব নিয়ে সোমবার উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘উত্তরবঙ্গের সম্পর্কে রিপোর্ট আমি হাতে পেয়েছি। উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে। সেচ বিভাগ ইতিমধ্যেই পর্যবেক্ষণ চালু করেছে। দুর্গতরা যাতে যোগাযোগ করতে পারেন, সেজন্য প্রশাসনের তরফে নম্বর দেওয়া হবে। পাশাপাশি, মালদহে গঙ্গার পাড় ভাঙছে।’

আরও পড়ুন- ভারতের সঙ্গে নতুন সম্পর্কে রাশিয়া? মোদীর পথ চেয়ে আকুল পুতিন

কেন্দ্রের বিরুদ্ধে তোপ
কেন্দ্রীয় সরকার বারবার প্রতিশ্রুতি দিয়েও কথা রাখছে না। সোমবার সেনিয়েও নবান্নে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গঙ্গার ভাঙনে যে বাড়িগুলো তলিয়ে গেছে, সেগুলো পুনরায় নির্মাণ করে দেওয়া হবে বলে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু, সেজন্য প্রয়োজনীয় ৭০০ কোটি টাকা আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার রাজ্যকে দেয়নি। অথচ, গঙ্গার ভাঙন কেন্দ্রীয় সরকারের দেখার কথা। কিন্তু, গত ১০-১২ বছর ধরে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ চোখ বুজে আছে। কিছুই দেখছে না। ফরাক্কায় ড্রেজিং পর্যন্ত করেনি। বাংলাদেশের সঙ্গে যখন চুক্তি হয়েছিল, তখন কথা হয়েছিল যে, বাংলাদেশে জল যাক, কিন্তু পশ্চিমবঙ্গবাসীর যাতে সমস্যা না হয়, তা দেখা হবে। ড্রেজিং করা হবে। কিন্তু, কেন্দ্রীয় সরকার গঙ্গায় ড্রেজিং না করায় মালদায় ভাঙনে অনেক বাড়ি তলিয়ে গেছে।’

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Chief minister mamata banerjee speaks in nabanna

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com