Associate Partner
Granthm
Samsung

West Bengal Weather Update: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বর্ষার ঝোড়ো ব্যাটিং শুরু কবে?

Bengal Weather Forecast: উত্তরবঙ্গ দিয়েই রাজ্যে বর্ষার প্রবেশ ঘটেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও যেন হাত গুটিয়ে বসে রয়েছেন বরুণদেব। এখনও পর্যন্ত বর্ষার রুদ্র রূপ দেখেনি দক্ষিণবঙ্গের জেলাগুলি। তবে দক্ষিণবঙ্গের জন্য এবার আশার বাণী শুনিয়েছে হাওয়া অফিস।

Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়
বেলা গড়ালেই আজ কলকাতা শহরেও তেড়ে বৃষ্টি?

Weather Forecast: রাজ্যে পুরোদমে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও তেমন একটানা তেড়ে বৃষ্টি হয়নি। উত্তরের জেলাগুলিতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। আগামী কয়েক দিন কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? জেনে নিন আজকের ওয়েদার আপডেট।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সোমবার এবং আগামিকাল মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা কম। তবে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় দু’এক পশলা বৃষ্টি হতে পারে। আজ, কাল এবং পরশু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এমনই আবহাওয়া কম- বেশি থাকবে। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।

কলকাতার ওয়েদার আপডেট

শহর কলকাতায় আজ সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরে আগামী বুধবার পর্যন্ত মাঝারি কিংবা ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম। তবে হালকা বৃষ্টি হতে পারে। তিলোত্তমা মহানগরীতে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

আরও পড়ুন- Bhangar: কিছুতেই সারছে না প্রাণঘাতী ‘রোগ’! এবার চোর সন্দেহে গণপিটুনির বলি প্রৌঢ়

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর

উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু থেকেই বর্ষার বৃষ্টি ঝেঁপে চলছে। আজ সোমবারেও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।

Story img Loader

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Heavy to very heavy rain warning in north bengal know when rain will increase in south bengal

The moderation of comments is automated and not cleared manually by bengali.indianexpress.com