বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG: ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে… ইংরেজ বধ করে কোহলির পাশে রোহিত, দেখাচ্ছেন ১১ বছরের খরা কাটানোর স্বপ্ন

IND vs ENG: ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে… ইংরেজ বধ করে কোহলির পাশে রোহিত, দেখাচ্ছেন ১১ বছরের খরা কাটানোর স্বপ্ন

ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে… ইংরেজ বধ করে কোহলির পাশে রোহিত, দেখাচ্ছেন ১১ বছরের খরা কাটানোর স্বপ্ন। ছবি: এএফপি

Rohit Sharma backs Virat Kohli: টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে চূড়ান্ত হতাশ করেছেন বিরাট কোহলি। কোহলি এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সাত ইনিংসে ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন। যা বিরাট কোহলির মতো তারকা প্লেয়ারের জন্য অত্যন্ত লজ্জার এবং হতাশার পরিসংখ্যান। তবে এই সময়ে কোহলির পাশে দাঁড়িয়েছেন রোহিত।

বছর দুয়েক আগে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে লজ্জার পরাজয়ের ক্ষতটা টিম ইন্ডিয়ার মনে খুব গভীর ছিল। বৃহস্পতিবার গায়ানায় ইংল্যান্ডকে দুরমুশ করে ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে, ভারত যেন তাতে কিছুটা প্রলেপ লাগাল। আর এর পরেই ছেলেমানুষের মতো কেঁদে ফেলতে দেখা যায় রোহিত শর্মাকে। আসলে ২০২২ টি২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলের এই পরাজয় মানতে পারেননি হিটম্যানও। এদিন ইংল্যান্ডকে হারিয়ে বদলা পূরণ করে হয়তো তাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ভারত অধিনায়ক।

রোহিতের কান্না

ম্যাচের পর সাজঘরের না ঢুকে, বাইরে একটি চেয়ারে বসে কাঁদতে দেখা যায় রোহিতকে। সেই সময়ে পরে বিরাট কোহলি সাজঘর থেকে বেরিয়ে এসে রোহিতের গায়ে হাত রেখে কথা বলে তাঁকে শান্ত করার চেষ্টা করতে থাকেন। চেষ্টা করেন হাসানোরও। কিছুক্ষণ পরে হাসি দেখা যায় রোহিতের মুখেও। প্রায় সাত মাস পর রোহিতের হাত ধরেই আরও একটি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। গত বছর ১৫ নভেম্বর ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল তারা। তবে এবার আর ফাইনাল হেরে কোনও ভাবেই শিরোপা হাতছাড়া করতে রাজি নয় টিম ইন্ডিয়া। বরং তারা ফুটছে ১১ বছরের আইসিসি ট্রফির খরা মেটানোর জন্য।

আরও পড়ুন: ভিডিয়ো- মুখ চুন করে বসেছিলেন কোহলি, এল দ্রাবিড়ের সান্ত্বনার হাত, চোখ ভিজল নেটপাড়ার

১৭১ খুব ভালো স্কোর

ম্যাচের পর রোহিত বলে দেন, এই জয়ে তিনি তাঁরা খুবই তৃপ্ত। তাঁর সাফ দাবি, ‘দল হিসেবে আমরা খুব পরিশ্রম করেছি। সবাই নিজের সেরাটা দিয়েছে। পরিবেশ এবং পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল। আমরা দ্রুত মানিয়ে নিয়েছি। এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি। বোলার এবং ব্যাটাররা মানিয়ে নিতে পারলে সব কিছু ঠিকঠাক হয়। একটা সময়ে ১৪০-১৫০ রান যথেষ্ট মনে হয়েছিল। তবে আমরা মাঝের ওভারগুলোতেও রান পাই। স্কাই এবং আমি ব্যাট করার সময়ে মনে হয়েছিল, আমরা আরও ২০-২৫ রান যোগ করতে পারব। ব্যাটারদের নিজের মতো খেলতে দিয়েছি। এই উইকেটে ১৭১ খুব ভালো রান।’

আরও পড়ুন: অতীতে T20 World Cup-এর সেমি মানেই বাধা ছিল হাফসেঞ্চুরি, প্রথম বার মাত্র ৯ করে ফিরলেন কোহলি

বোলারদের প্রশংসা

পাওয়ার প্লেতে অক্ষর প্যাটেলকে বল দেওয়ার সিদ্ধান্তটি রোহিতের মাস্টারস্ট্রোক হয়ে যায়। রোহিত কুলদীপ যাদব, অক্ষরের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বোলাররা দারুণ বল করেছে। অক্ষর, কুলদীপ উইকেটটেকিং স্পিনার। এই উইকেটে ওদের বিরুদ্ধে শট খেলা কঠিন। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে বল করেছে। ইনিংস ব্রেকে আমাদের মধ্যে আলোচনা হয়। স্ট্যাম্প বরাবর বল করার বার্তা দেওয়া হয়েছিল। ওরা সেটাই করেছে।’

আরও পড়ুন: লিডিং ফ্রম দ্য ফ্রন্ট- T20 WC-এর সেমিতে হাফসেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস রোহিতের, ক্যাপ্টেন হিসেবে ছুঁলেন ৫,০০০ রানের মাইলফলক

কোহলিকে নিয়ে বড় বার্তা

টি২০ বিশ্বকাপে ওপেনার হিসেবে চূড়ান্ত হতাশ করেছেন বিরাট কোহলি। কোহলি এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সাত ইনিংসে ১০.৭১ গড়ে মাত্র ৭৫ রান করেছেন। যা বিরাট কোহলির মতো তারকা প্লেয়ারের জন্য অত্যন্ত লজ্জার এবং হতাশার পরিসংখ্যান। এমন হতাশার পারফরম্যান্সের পরেও কি তাঁকে ফাইনালে ওপেন করতে দেখা যাবে? ব্যাটিং পজিশন বদলের কোনও ইঙ্গিত দিলেন না ভারত অধিনায়ক। উল্টে কোহলির পাশে দাঁড়িয়ে রোহিত বলে দেন, ‘আমরা ওর ক্লাস জানি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কোনও সমস্যা নয়। হয়তো ফাইনালের জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছে।’

আইসিসি-র ট্রফির খরা মিটবে?

২০১৩ সালে শেষ বার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। তার পর থেকে আর কোনও আইসিসি-র শিরোপা জেতেনি টিম ইন্ডিয়া। এবার কি সেই খরা কাটবে? রোহিত আশাবাদী। বলেও দেন, ‘আমরা দল হিসেবে ঠান্ডা মাথায় খেলেছি। ফাইনাল বড় মঞ্চ। তবে সংগঠিত থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমরা সেমিফাইনাল ম্যাচে কোনও প্যানিক করিনি। এটাই সাফল্যের চাবিকাঠি। আমরা আপ্রাণ চেষ্টা করব। দল ভালো জায়গায় আছে। আশা করব, ফাইনালেও আমরা ধারাবাহিকতা বজায় রাখব।’ ২৯ জুন বার্বাডোজের কেনসিংটন ওভালে ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবেন রোহিতরা।‌

ক্রিকেটের যাবতীয় টাটকা খবর, বিশ্বকাপের সূচি, WC-এ ইন্ডিয়ার খেলা, কোন ব্যাটসম্যান সবচেয়ে বেশি রান করল, সর্বোচ্চ উইকেট শিকারির তালিকা, পয়েন্টস টেবিল, লাইভ স্কোর, সব খেলোয়াড়দের পরিসংখ্যান জানার জন্য পড়ুন HT বাংলা।

ক্রিকেট খবর

Latest News

রান্নার গ্যাসের দাম কমল কলকাতায়, জুলাইয়ে বিভিন্ন শহরে কত থাকবে দর? রইল তালিকা কেনের গোলে হার বাঁচল, বেলিংহ্যাম স্বস্তি দিলেন, শেষ আটে ইংল্যান্ড,স্লোভাকিয়া আউট আকাশে ৪০০০০ ফুট উচ্চতায় ভারতের বিশ্বজয়ের উল্লাস, ভাইরাল বিমানের ভিডিয়ো T20 WC জিতেও স্বস্তি নেই, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা,বাবার্ডোজেই আটকে রোহিতরা ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল সেতু ১০টা থেকে ৪টের মধ্যে কাজ করতে পারেন বাইডেন..., ডিবেট নিয়ে 'অজুহাত' ঘনিষ্ঠদের আবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে, ম্যাকাউটের অডিট রিপোর্টে বিস্তর গড়মিল, চর্চা T20I থেকে সরে দাঁড়ানোর কথা ভাবিইনি, কিন্তু… অবসরের রহস্য উস্কে দিলেন রোহিত এতদিন গোপন ছিল, নিজের সম্পর্কে বড় সত্যি ফাঁস করলেন সইফ আলি খান কলকাতার CP, শ্লীলতাহানির তদন্তে থাকা অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি বোসের

T20 WC 2024

আকাশে ৪০০০০ ফুট উচ্চতায় ভারতের বিশ্বজয়ের উল্লাস, ভাইরাল বিমানের ভিডিয়ো T20 WC জিতেও স্বস্তি নেই, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা,বাবার্ডোজেই আটকে রোহিতরা T20I থেকে সরে দাঁড়ানোর কথা ভাবিইনি, কিন্তু… অবসরের রহস্য উস্কে দিলেন রোহিত ১৯ নভেম্বরের পরও কখনও ভাবিনি….T20 বিশ্বকাপ জিতে মুখ খুললেন রোহিত বিশ্বকাপ জেতায় রোহিতদের ১২৫ কোটি টাকা দেবে BCCI! ঘোষণা জয় শাহের 'কাঁদতে চাইছিলাম, কিন্তু আরও আনন্দ করতে দিতে চাইনি', হেটার্সদের বার্তা হার্দিকের ধর্ম নিয়ে ট্রোলারদের আক্রমণের সময় পাশে ছিলেন কোহলি, কৃতজ্ঞ শামির বিশেষ বার্তা 'শেষ কিছুদিন ধরে'....প্রিয়জনের মৃত্যুর সঙ্গে বিশ্বজয়ের আনন্দ, আবেগে ভাসলেন ইরফান হয়েছে স্বপ্নপূরণ, যাবতীয় সমালোচনাকে পিছ���ে ফেলে T20 থেকে অবসর রবীন্দ্র জাদেজার চোকার্স তকমা ঘুচল না, ফাইনালে উঠেও শিরোপা অধরা, চোখের জলে প্রোটিয়ারা- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.