বাংলা নিউজ > ভোটযুদ্ধ > লোকসভার ভোটযুদ্ধ > ‘‌অমিত শাহের টার্গেট সিরিয়াসলি নেয়নি বিজেপি’‌, এবার বোমা ফাটালেন অনুপম হাজরা

‘‌অমিত শাহের টার্গেট সিরিয়াসলি নেয়নি বিজেপি’‌, এবার বোমা ফাটালেন অনুপম হাজরা

বিজেপি নেতা অনুপম হাজরা।

এই ফলাফলের পর এখন মুখ খুলতে শুরু করেছেন দলের একাধিক নেতা–নেত্রী। তার মধ্যে দিলীপ ঘোষের মতো নেতা থেকে জয়ী সাংসদ সৌমিত্র খাঁও আছেন। যিনি অভিষেকের প্রশংসা করেছেন। আর তার মধ্যেই অনুপমের মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। দিলীপ ঘোষ তো সরাসরি দলের ন��তারা কাঠিবাজি করেছে বলে সরব হয়েছেন।

লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজেপি ১২টি আসন জিতেছে বাংলায়। আর তৃণমূল কংগ্রেস ২৯টি আসন। কংগ্রেস পেয়েছে ১টি আসন। সিপিএম শূন্যতার সঙ্গে জামানত জব্দের সাক্ষী থাকল। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির জুটি ছিল শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তাঁদের প্রচেষ্টায় এমন ফল হয়েছে। তবে এবার দলের সংগঠন শুয়ে পড়েছিল বলে আগেই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বহু বুথে এজেন্ট খুঁজতে হয়েছিল বলেও স্বীকার করেন তিনি। এই আবহে কোন কোন লোকসভা কেন্দ্রে দলের আদি নেতা–কর্মীরা মাঠে নামেননি এবার সেটার তালিকা দিয়ে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

বিজেপির এই ভরাডুবির পিছনে সাংগঠনিক দুর্বলতা আছে বলে অনেক নেতাই মনে করেন। সেখানে সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপম হাজরা বলেন, ‘‌আট মাস আগে যেসব কথা বলেছিলাম, সেগুলি আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ৬টি কেন্দ্রের নাম বলে দিচ্ছি। যেখানে আদি বিজেপি কর্মীদের সঙ্গে কোনওরকম যোগাযোগ করা হয়নি। ফলে তাঁরাও মাঠে নামেননি। এই কেন্দ্রগুলি হল—বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, আসানসোল, বাঁকুড়া এবং যাদবপুর। এই ৬ কেন্দ্রে দলের পুরনো কর্মীদের মাঠে নামানো গেলে আসনগুলি বাঁচান যেত।’‌

আরও পড়ুন:‌ ‘‌বাইরে থেকে এসে দখলদাররা হুকুমদার হয়ে বসে যাচ্ছে’‌, দিলীপের হয়ে ব্যাট ধরলেন মদন

দিলীপ ঘোষ তো সরাসরি দলের নেতারা কাঠিবাজি করেছে বলে সরব হয়েছেন। তার সঙ্গে ষড়যন্ত্রের কথাও বলেছেন। নিজের তৈরি করা সংগঠন থাকলেও মেদিনীপুরে তাঁকে দাঁড়াতে দেওয়া হয়নি। আর অনুপমের বক্তব্য, ‘‌বঙ্গ–বিজেপিতে কাজের লোকের থেকে লবিবাজি করার লোক বেশি। সবাই এখানে ইয়েস ম্যান পছন্দ করেন। কাজের হোক বা না হোক, কাছের লোক হলেই পদ পাবেন। অমিত শাহ ৩৫ আসনের টার্গেট দিয়েছিলেন। সেই টার্গেটটা তৃণমূল কংগ্রেস বেশি সিরিয়াসলি নিয়েছে। ফলে ওরা ২৯ আসনে পৌঁছে গিয়েছে। আর বঙ্গ বিজেপি সিরিয়াসলি নেয়নি, তাই ১২ আসনে আটকে গিয়েছে। ১২ থেকে ২ না হয়ে যায়।’‌

দিলীপ ঘোষ একা নন। সৌমিত্র খা, জগন্নাথ সরকার প্রত্যেকেই একই অভিযোগ ব্যক্ত করেছেন। আর তা হল—সাংগঠনিক দুর্বলতা। অনুপম হাজরার কথায়, ‘‌সল্টলেকে বঙ্গ বিজেপির হেড কোয়ার্টার আসলে একটা ঘুঘুর বাসা। দু’‌তিনটে ঘুঘু সেখানে এসি ঘরে সারা বছর বসে থাকেন। ঘুঘুদেরকে সন্তুষ্ট করেই অনেকে পদ পেয়েছে।’‌ এই ফলাফলের পর এখন মুখ খুলতে শুরু করেছেন দলের একাধিক নেতা–নেত্রী। তার মধ্যে দিলীপ ঘোষের মতো নেতা থেকে জয়ী সাংসদ সৌমিত্র খাঁও আছেন। যিনি অভিষেকের প্রশংসা করেছেন। আর তার মধ্যেই অনুপমের মন্তব্য ঘিরে নতুন করে শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে।

ভোটযুদ্ধ খবর

Latest News

সিংহ, কন্যা, তুলা, বৃশ্��িক এই ৪ রাশির মধ্যে আজ লাকি কারা? রইল ১ জুলাইয়ের রাশিফল মেষ, বৃষ, মিথুন, কর্কটের ভাগ্যে আজ কী রয়েছে? জানুন ১ জুলাইয়ের রাশিফলে কারা লাকি ‘গায়েব’ নিম্নচাপ, সোমবার থেকে কিছুটা কমবে বৃষ্টি, কবে ফের বাড়বে? লাভ ৩ জেলার রান্নার গ্যাসের দাম কমল কলকাতায়, জুলাইয়ে বিভিন্ন শহরে কত থাকবে দর? রইল তালিকা কেনের গোলে হার বাঁচল, বেলিংহ্যাম স্বস্তি দিলেন, শেষ আটে ইংল্যান্ড,স্লোভাকিয়া আউট আকাশে ৪০০০০ ফুট উচ্চতায় ভারতের বিশ্বজয়ের উল্লাস, ভাইরাল বিমানের ভিডিয়ো T20 WC জিতেও স্বস্তি নেই, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা,বাবার্ডোজেই আটকে রোহিতরা ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল সেতু ১০টা থেকে ৪টের মধ্যে কাজ করতে পারেন বাইডেন..., ডিবেট নিয়ে 'অজুহাত' ঘনিষ্ঠদের আবার দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে, ম্যাকাউটের অডিট রিপোর্টে বিস্তর গড়ম��ল, চর্চা

T20 WC 2024

আকাশে ৪০০০০ ফুট উচ্চতায় ভারতের বিশ্বজয়ের উল্লাস, ভাইরাল বিমানের ভিডিয়ো T20 WC জিতেও স্বস্তি নেই, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা,বাবার্ডোজেই আটকে রোহিতরা T20I থেকে সরে দাঁড়ানোর কথা ভাবিইনি, কিন্তু… অবসরের রহস্য উস্কে দিলেন রোহিত ১৯ নভেম্বরের পরও কখনও ভাবিনি….T20 বিশ্বকাপ জিতে মুখ খুললেন রোহিত বিশ্বকাপ জেতায় রোহিতদের ১২৫ কোটি টাকা দেবে BCCI! ঘোষণা জয় শাহের 'কাঁদতে চাইছিলাম, কিন্তু আরও আনন্দ করতে দিতে চাইনি', হেটার্সদের বার্তা হার্দিকের ধর্ম নিয়ে ট্রোলারদের আক্রমণের সময় পাশে ছিলেন কোহলি, কৃতজ্ঞ শামির বিশেষ বার্তা 'শেষ কিছুদিন ধরে'....প্রিয়জনের মৃত্যুর সঙ্গে বিশ্বজয়ের আনন্দ, আবেগে ভাসলেন ইরফান হয়েছে স্বপ্নপূরণ, যাবতীয় সমালোচনাকে পিছনে ফেলে T20 থেকে অবসর রবীন্দ্র জাদেজার চোকার্স তকমা ঘুচল না, ফাইনালে উঠেও শিরোপা অধরা, চোখের জলে প্রোটিয়ারা- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.