বিষয়বস্তুতে চলুন

জওহরলাল নেহেরু স্টেডিয়াম (মারগাও)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জওয়ারহারলাল নেহেরু স্টেডিয়াম , গোয়া
ফতোরদা স্টেডিয়াম
মানচিত্র
অবস্থানফতোরদা, মারগাও, গোয়া ৪০৩৬০২
মালিকস্পোর্টস অথরিটি অফ গোয়া
ধারণক্ষমতা২৫,০০০
আয়তন১০৬ মি × ৭০ মি (৩৪৮ ফু × ২৩০ ফু)
উপরিভাগঘাস
নির্মাণ
উদ্বোধন১৯৮৯
পুনঃসংস্কার২০১৪
ভাড়াটে
ভারত জাতীয় ফুটবল দল(১৯৮৪-)
এফসি গোয়া(২০১৪-)
চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব(২০০৭-)

পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম (ফতোরদা স্টেডিয়াম নামেও পরিচিত)[১] মারগাও এর তথা রাজ্যের প্রধান স্টেডিয়াম।[২] মূলত ফুটবল খেলার জন্য এটি ব্যবহার করা হয়। এই স্টেডিয়ামটি ইন্টারন্যাশনাল ফুটবল আয়োজন করার পাশাপাশি ক্রিকেট ম্যাচও আয়োজন করেছে। এটা গোয়ার একমা���্র আন্তর্জাতিক স্টেডিয়াম এবং এর দর্শক আসন ১৯,০০০। ক্রিকেটে এটি ৯ টি একদিনের আন্তর্জাতিক আয়োজন করেছে। এই স্টেডিয়ামটি তৈরি হয়েছিলো ১৯৮৯ সালে এবং এটি এখন স্পোর্টস অথরিটি অফ গোয়া দ্বারা পরিচালিত হয়। ২০২০–২১ ইন্ডিয়ান সুপার লীগ মরসুম এ করোনা মহামারীর জন্য এই স্টেডিয়ামটি মোহনবাগান সুপার জায়ান্ট, বেঙ্গালুরু এফসি এমনকি এফসি গোয়া এরও হোম স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

১৯৯৯ সাফ গোল্ড কাপ[সম্পাদনা]

১৯৯৯ সালে টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।

২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ[সম্পাদনা]

২০১৬ সালে টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।

২০১৯ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব[সম্পাদনা]

এই মাঠে ভারত জাতীয় ফুটবল দল-এর একটি ঘরের ম্যাচ অনুষ্ঠিত হয় মায়ানমার-এর বিরুদ্ধে। ম্যাচটি অমীমাংসিত শেষ হয়।

লুসোফোনিয়া গেমস[সম্পাদনা]

২০১৪ লুসোফোনিয়া গেমসের জন্য স্টেডিয়ামটি সংস্কার করা হয়েছিল, যা গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল।[৩][৪][৫] এই ভেন্যুতে এই গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল।[৫] লুসোফোনিয়া গেমস এর ফুটবল ম্যাচ এখানেও অনুষ্ঠিত হয়। [৫]

আরও দেখুন[সম্পাদনা]

ভারতের ফুটবল স্টেডিয়ামের তালিকা

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA inspected the Duler Stadium to give GFA the permission for laying the artificial turf..."kolkatafootball.com। ১১ জুন ২০১২। ২২ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 
  2. India (Goa State) — Stadiums RSSSF. Retrieved 14 August 2021
  3. "Archived copy" (পিডিএফ)। ১০ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল (পিড��এফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৩ 
  4. "Renovation work in full swing at Nehru Stadium. iGoa"। ৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৩ 
  5. "Race against time at Fatorda"। ৩ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৩ 

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]